রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৬:৪১ অপরাহ্ন

“খোঁজ নিলেন কর্মীদের রাষ্ট্রদূত নজরুল ইসলাম”

প্রতিনিধির নাম / ২৪৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
``খোঁজ নিলেন কর্মীদের রাষ্ট্রদূত নজরুল ইসলাম''

নিজস্ব প্রতিবেদক।। “খোঁজ নিলেন কর্মীদের রাষ্ট্রদূত নজরুল ইসলাম”।

বাহরাইনের কোম্পানি তালাবাতে কর্মরত বাংলা‌দে‌শি কর্মী‌দের স‌ঙ্গে মতবিনিময় ক‌রে তা‌দের সুযোগ সুবিধার খোঁজ খবর নি‌য়ে‌ছেন দেশ‌টি‌তে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোয়াইদ আকিলের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাতের পর রাষ্ট্রদূত বাংলাদে‌শি‌দের খোঁজ নেন বলে বুধবার (১৯ অ‌ক্টোবর) রাতে এক বার্তায় জানায় মানামার বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, তালাবাতের ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রদূতকে তাদের কার্যালয়ে স্বাগত জানান। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের স‌ঙ্গে আলোচনা ক‌রেন রাষ্ট্রদূত।

পরে রাষ্ট্রদূত তালাবাতে কর্মরত প্রায় ৩০-৩৫ জন কর্মীর সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সুযোগ সুবিধার বিষয়ে জানতে চান। বাংলাদেশি কর্মীরা রাষ্ট্রদূতকে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এর আগে, রাষ্ট্রদূতের স‌ঙ্গে বৈঠ‌কে তালাবাতের ব্যবস্থাপনা পরিচালক কর্মীদের সমস্যার সমাধান ও সুযোগ সুবিধা এবং নিরাপত্তা বৃদ্ধিসহ সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

দূতাবাস জানায়, কোম্পানির তথ্যানুযায়ী বর্তমানে প্রায় ২ হাজার ৫০০ বাংলাদেশি কর্মী তাদের কোম্পানিতে কর্মরত রয়েছেন।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ