রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৫:১২ অপরাহ্ন

“ঘুমধুমে বিদেশি মদসহ ২ পাচারকারীকে আটক”

প্রতিনিধির নাম / ২৩৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
``ঘুমধুমে বিদেশি মদসহ ২ পাচারকারীকে আটক''

বান্দরবান প্রতিনিধি।। “ঘুমধুমে বিদেশি মদসহ ২ পাচারকারীকে আটক”।

বান্দরবানের নাইক্ষ‌্যংছড়িতে ২৪ বোতল বিদেশি মদসহ আবু ছিদ্দিক ও জাফর আলম নামে দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকেলের উখিয়া টিভি টাওয়ার সংলগ্ন ঘুমধুম ইউনিয়নের ইয়াহিয়া গার্ডেনের প্রবেশমুখে এক ব্যাটারি চালিত অটোরিকশা তল্লাশি করে ২৪ বোতল বিদেশি মদসহ ২ পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলো উখিয়া উপজেলার জামতলী পশ্চিম সিকদারবিল এলাকার নুর মোহাম্মদের ছেলে আবুছিদ্দিক, অপরজন টেকনাফ থানার শাপলাপুর শীলকালি এলাকার নুরুল ইসলামের পুত্র জাফর আলম।

ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অটোরিকশা তল্লাশি করে ২৪ বোতল বিদেশি মদসহ ২ পাচারকারীকে আটক করা হয়। এ সময় পাচারকাজে ব‌্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব‌্যাহত থাকবে।

নাইক্ষ‌্যংছড়ি থানার ওসি টানটু সাহ বলেন, আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় থানায় মা.মলা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ