রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৬:১১ অপরাহ্ন

“চাকরি ছাড়তে রাজি হননি স্ত্রী, পি.টিয়ে জেলে গেলেন স্বামী”

প্রতিনিধির নাম / ৫৪৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
``চাকরি ছাড়তে রাজি হননি স্ত্রী, পি.টিয়ে জেলে গেলেন স্বামী''

আন্তর্জাতিক ডেস্ক।। “চাকরি ছাড়তে রাজি হননি স্ত্রী, পি.টিয়ে জেলে গেলেন স্বামী”।

স্ত্রী চাকরি ছাড়তে রাজি হননি। আর সেই ‘দোষে’ স্ত্রীকে নি.র্যাতন এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে গ্রে.ফতার হয়েছেন এক যুবক।

বুধবার (১৯ অক্টোবর) ভারতের কেরালার তিরুঅনন্তপুরমে এই ঘটনাটি ঘটেছে। ২৭ বছর বয়সি ওই অভিযুক্ত যুবকের নাম দিলীপ।

পুলিশ সূত্রে খবর, দিলীপ এবং তার স্ত্রীর নামে বেশ কিছু ঋণ ছিল। আর তা পরিশোধ করতেই দিলীপের ইচ্ছার বিরুদ্ধে স্থানীয় একটি সুপার মার্কেটে কাজ করতে শুরু করেন তার স্ত্রী। দিলীপ প্রথম থেকেই স্ত্রীকে চাকরি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু তার স্ত্রী নাছোড়বান্দা ছিলেন, তিনি চাকরি ছাড়বেন না। এই নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই বাগবিতণ্ডা চলত।

অভিযোগ, দিলীপ চাকরি করা নিয়ে স্ত্রীকে মাঝেমধ্যেই মা.রধর করতেন। এ রকম ভাবেই এক দিন মা.রধর করার সময় সেই ঘটনা দিলীপ ক্যামেরাবন্দি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, দিলীপের স্ত্রীর মুখ থেকে র.ক্ত ঝরছে। তবুও তাকে নির্মমভাবে মা.রধর করে চলেছেন তার স্বামী।

এই ভিডিও ছড়িয়ে পড়তেই স্ত্রীর অভিযোগের ভিত্তিতে দিলীপকে গ্রে.ফতার করে তিরুঅনন্তপুরমের মালয়াঙ্কিজু থানার পুলিশ। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলেও পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ