রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৬:৫৩ অপরাহ্ন

নরসিংদীতে ইজিবাইক চালকের লা’শ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : / ১১২৪ বার
আপডেট : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় হাসনাবাদ বাজারের পূর্ব পাশের সড়কের ঝোপঝাড় থেকে রশিতে বাঁধা অবস্থায় বিজয় মিয়া (২৬) নামে ইজিবাইক চালকের লা’শ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে লা’শটি উদ্ধার করা হয়। নি’হত বিজয় মিয়া নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আজ রবিবার বিকেলে হাসনাবাদ বাজারের পূর্ব পাশের সড়কের নিচে ঝোপে রশি বাঁধা অবস্থায় লা’শ দেখেন স্থানীয় কয়েকজন পথচারী। পরে স্থানীয়রা আমিরগঞ্জ ফাঁড়ির পুলিশকে খবর দেন। এদিকে খবর পেয়ে নি’হতের স্ত্রী ও স্বজনরা ঘটনাস্থলে এসে বিজয় মিয়ার লা’শ শনাক্ত করে।

স্বজনদের ধারণা ইজিবাইক চুরি করে হ’ত্যার পর এখানে মরদেহ ফেলে রাখা হয়েছে। এর আগে শনিবার বিকেল ৪ টার দিকে নরসিংদীর বাসাইল এলাকার বাসা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয় বিজয়। এর পর থেকে তার কোন খোঁজ পাচ্ছিল না পরিবার।

আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ফরিদ উদ্দিন জানান, ইজিবাইক চালক কিভাবে মা’রা গেছেন বিষয়টি এখনো অস্পষ্ট। লা’শ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ