রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৫:৩৮ অপরাহ্ন

“পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে ছু.রিকাঘাতে হ.ত্যা করল”

প্রতিনিধির নাম / ৪৭৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
``পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে ছু.রিকাঘাতে হ.ত্যা করল''

কক্সবাজার প্রতিনিধি।। “পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে ছু.রিকাঘাতে হ.ত্যা করল”।

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পাওনা টাকা চাওয়ায় বন্ধুর ছু.রিকাঘাতে করিম উল্লাহ নামে এক যুবক নি.হত হয়েছে।

বৃহস্পতিবার টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাত ১১টার দিকে উপজেলার সদর ইউপির বরইতলী গ্রামে এ ঘটনা ঘটে।

নি.হত করিম উল্লাহ বরইতলী গ্রামের আবদুস সালামের ছেলে। অভিযুক্ত নুর মোহাম্মদ একই গ্রামের মো. সাবেরের ছেলে ।

স্থানীয়রা জানান, করিম তার বন্ধু নূর মোহাম্মদের কাছ থেকে টাকা পাওনা ছিল। পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে সাবের ছু.রি দিয়ে এলোপাতাড়ি আ.ঘাত করে করিমকে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃ.ত ঘোষণা করেন।

টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, বুধবার রাতে খবর পেয়ে ম.রদেহ উদ্ধার করা হয়েছে। জড়িত ব্যক্তিকে গ্রে.ফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ