তানভীর আহমেদ:- মনোহরদীতে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়।
নরসিংদীর মনোহরদীতে ১২ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আহলে সুন্নাত অয়াল জামাতের উদ্যোগে বের করা হয় জশনে জলুস গতকাল রবিবার সকালে মনোহরদী সরকারি ডিগ্রী কলেজ মাঠ থেকে একটি বিশাল রেলি বের হয়ে মনোহরদী বাস স্ট্যান্ড এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত অয়াল জামাতের মনোহরদী উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা সৈয়দ আসাদুল্লাহ পীর সাহেব,ও সাধারণ সম্পাদক ইবনে বাবুর কাজল, মোঃ মাইনুদ্দিন অন্ধকার সাজ্জাদানশীল দিওয়া দরবার শরীফ, মোহাম্মদ কফিল উদ্দিন সভাপতি মনোহরদী পৌর আওয়ামী লীগ, মোঃ জামাল উদ্দিন অবসরপ্রাপ্ত উপজেলা সমবায় অফিসার, প্রিন্সিপাল বাকিউল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয় ও গণভোজের আয়োজন করা হয়।