রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৭:০২ অপরাহ্ন

মনোহরদীতে বিশ্ব আশেক মঞ্জিল দরবার শরীফ জামে মসজিদের বেহাল অবস্থা

তানভীর আহমেদ, নরসিংদী জার্নাল / ৩০৪ বার
আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
মনোহরদীতে বিশ্ব আশেক মঞ্জিল দরবার শরীফ জামে মসজিদের বেহাল অবস্থা

তানভীর আহমেদ, নরসিংদী জার্নাল || মনোহরদীতে বিশ্ব আশেক মঞ্জিল দরবার শরীফ জামে মসজিদের বেহাল অবস্থা।

নরসিংদীর মনোহরদী উপজেলার মহেশপুর গ্রামের বিশ্ব আশেক মঞ্জিল দরবার শরীফ জামে মসজিদটি দীর্ঘদিন যাবত চাল ধ্বসে পড়ে আছে। এমতাবস্থায় নামাজের অনুপোযোগী হয়ে পড়ে আছে মসজিদটি, স্থানীয়দের কাছ থেকে জানা যায় ২০০০ সালে মসজিদটি নির্মাণ করা হয়।

কিন্তু জায়গাটি রেকর্ড সমস্যা থাকায় ২০১৮ সালে মসজিদের সভাপতি মাওলানা আসাদুল্লাহ আর্থিক অসচ্ছলতার কারণে রেকর্ড সংশোধনের জন্য নরসিংদী কোর্টে লিগ্যাল এইটে মামলা করে।

প্রথম দিকে মসজিদের মুসল্লিদের সংখ্যা চোখে পড়ার মতো ছিল কিন্তু মামলাটি দীর্ঘদিন চলমান থাকায় দিন দিন মুসল্লী কমে যায় ও এতে আর্থিক কোন সাহায্য সহযোগিতা নেই। চাল ধ্বসে পড়ার সত্ত্বেও টাকার অভাবে সংস্কার কাজ করা যাচ্ছে না। মুসল্লী আবুল কালাম বলেন একমাত্র রেকর্ড সংশোধন মামলা দীর্ঘস্থায়ী হওয়ার কারণে ও মসজিদ কমিটির সভাপতি মাওলানা আসাদুল্লাহ আর্থিকভাবে অসচ্ছল থাকায় মসজিদ কি সমস্যার সৃষ্টি হয়েছে।

মসজিদের রেকর্ড সংশোধন মামলা নিষ্পত্তি হলে মসজিদটি পুনরায় সংস্কার করতে আগ্রহী হবে মুসল্লিরা।
মুসল্লিগণদের আদালতের কাছে জোর দাবি দ্রুত সময়ের মধ্যে যেন রেকর্ড সংশোধন করা হয়।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ