নিজস্ব প্রতিবেদক।। “রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে সুখবর দিতে পারেননি চীনা রাষ্ট্রদূত”।
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তন নিয়ে কোনো সুখবর দিতে পারেননি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। তবে দেশটি এ বিষয়ে এক পায়ে দাঁড়ানো বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।